শিরোনাম দেখে বুঝে ফেলেছেন আজকে আমরা কথা বলব পাইথন দিয়ে কিভাবে নিজের ভাষায় (বাংলা) প্রোগ্রাম লেখা যায় । যেহেতু পাইথনে UTF-8 সাপোর্ট করে সেজন্য আমাদের খুব বেশি কিছু করতে হবে না , শুধু পাইথন IDLE অথবা Interpreter ব্যবহার করব । সময় নষ্ট না করে আমরা আমাদের কাজ এ চলে যাই ।

যেহেতু পাইথনে প্রিন্ট করার ক্ষেত্রে print( ) ফাংশন ব্যবহার করা হয় তাই আমরা আমাদের প্রোগ্রামটি লেখব এবং আরগুমেনট (Argument) হিসেবে যেকোনো স্ট্রিং ( String ) (বাংলা) পাস করাব । চলুন দেখা যাক .

print("হ্যালো ওয়ার্ল্ড ! ")

আউটপুট :

হ্যালো ওয়ার্ল্ড ! 

আরেকটু !

>>>  + 
>>> Traceback (most recent call last):
  File "python", line 1
     + 
    ^
SyntaxError: invalid character in identifier

এরর । অহ নো ! কারণ , এসব বাংলা অক্ষর পাইথন চিনে না । আরও জানতে ভিজিট করতে হবে এখানে UTF-8 in Python

একটু লিস্ট নিয়ে কাজ দেখি ।

 = [ 'ক' , 'খ' ]
print()

আউটপুট :

 [ 'ক' , 'খ' ] 

নিজে নিজে বাকি জিনিস চেষ্টা করুন । আজ এপর্যন্ত । আল্লাহ হাফেয । UTF-8 সম্পর্কে আর জানতে ভিজিট করুন UTF-8