উইন্ডোজের কমান্ড প্রম্পট বা সংক্ষেপে cmd
এর সাথে আমরা সবাই কমবেশি পরিচিত । উইন্ডোজের সার্চ বারে গিয়ে cmd
লিখলে খুব সহজেই আপনি কমান্ড প্রম্পট
পেয়ে যাবেন। এবার সেটাতে কিছু প্রয়োজনীয় এবং না জানা কিছু কমান্ড নিয়ে কাজ করা যাক। চলুন মূল আলোচনায় চলে যাই ।
আপনার পিসি কি নামে সেট করেছেন সেটি দেখার জন্য hostname
লিখে দেখুন । আপনার পিসির নাম দেখা যাবে ।
C:\Users\User>hostname
আপনার পিসির রাউটিং টেবিল দেখার জন্য ।
C:\Users\User>route
C:\Users\User>route PRINT # show the routing table
উইন্ডোজের আইপি কনফিগুরেশন দেখার জন্য ।
C:\Users\User>ipconfig
আইপি কনফিগুরেশন গুলো আরো বিস্তারিতভাবে দেখার জন্য ।
C:\Users\User>ipconfig /all
আইপি কনফিগারেশন এর আরো কিছু কমান্ড নিজে চেষ্টা করে দেখুন ।
C:\Users\User>ipconfig /flushdns
C:\Users\User>ipconfig /renew
C:\Users\User>ipconfig /release
আপনার পিসির আইপি অ্যাড্রেস এবং ম্যাক এড্রেস দেখার জন্য এবং আপনার নেটওয়ার্কের সাথে কতগুলো পিসি কানেক্টেড সেগুলোও দেখাবে ।
C:\Users\User>arp -a
শুধু arp
লিখলে অনেক বড় একটি লিস্ট দেখাবে সেখানে থেকেই প্রয়োজনমতো আপনার জিনিসগুলো নিয়ে নিজের মত চেষ্টা করে দেখুন কি হয় ।
আজ এ পর্যন্তই ; আল্লাহ হাফেজ ।