আজকের টপিকটা খুবই মজার। আমরা যে কেনো কিছু সার্চ করি বা ব্রাউস করি তখন আমরা জানি যে আমাদের এই রিকোয়েস্ট বা সার্চ আসলে সার্ভারে যায় এবং সেখান থেকে আমার দরকারি ইনফমের্শন বা তথ্য নিয়ে আসে। তো এই তথ্যকে আমরা ডেটা বলে থাকি। আমরা সচরাচর বলে থাকি - আমরা যে সার্চ করি বা ব্রাউস করি টা সার্ভার থেকে ডাটা নিয়ে আসে। কথা সত্য কিন্তু আমরা কি জানি এই ডাটা কয়টা সার্ভার ঘুরে আমাদের জন্য প্রয়োজনয়ী তথ্য নিয়ে আসে? জানি না তো - জানার তো কথা নয়। এই ডাটার সম্পূর্ণ জার্নি নিয়ে ই আজকের এই লেখা। আশা করি কিছুটা আইডিয়া দিতে পারবো।