NAT ওরফে নেটওয়ার্ক এড্রেস ট্রান্সলেশন । নাম শুনেই বুঝা যাচ্ছে এটি ট্রান্সলেট করে । কি ট্রান্সলেট করে ? অনেকগুলো প্রাইভেট নেটওয়ার্ক কে একটি পাবলিক নেটওয়ার্কে ট্রান্সলেট করে । এখন প্রশ্ন হলো এটা কেন দরকার ? কেনইবা এটা দরকার হয় ? সহজ করে বলতে গেলে বর্তমানে আমরা IPv4 ব্যবহার করি । যার ধারণক্ষমতা 4.2 বিলিয়ন । অর্থাৎ 4.2 আইপি প্রোভাইড করতে পারবে IPv4 । মজার ব্যাপার হলো বর্তমানে আমাদের ডিভাইসের সংখ্যা এতটাই বেড়ে গেছে যে IPv4 দিয়ে এ প্রবলেম হয় সেটা সলভ করা সম্ভব হচ্ছে না এবং সেখানেই চলে এসেছে আমাদের এই নেটওয়ার্ক এড্রেস ট্রান্সলেশন ।
রাউটার এ কাজটি আমাদের জন্য করে দেয় যা বোধ হয় আমরা এতদিন ও জানতাম না ।
#Screenshot : NAT in brief
আমার পিসি এবং মোবাইল ফোনগুলো রাউটারের সাথে কানেক্টেড । আমি আমার পিসির নেটওয়ার্ক অপশনে গিয়ে আপনাদেরকে এখন দেখাবো যে আমার পিসিটি প্রাইভেট নেটওয়ার্কে কনফিগার করা আছে এবং পিসির জন্য অটো একটি আইপি সেট করা আছে । আমার মোবাইলের ক্ষেত্রে একইভাবে আইপি সেট করা আছে । চলুন স্ক্রীনশট দেখি ঃ
#Screenshot : NAT in my PC
#Screenshot : IP address in my PC
নিচের স্ক্রিনশটের আপনারা দেখতে পারবেন এক্সটার্নাল আইপি বলে একটা অপশন আছে আসলে ওটাই আমার কানেকশনের জন্য পাবলিক আইপি আছে যেটা দিয়ে সার্ভারের সাথে কানেক্ট হয় এবং আমার সবগুলো প্রাইভেট আইপি মিলে একটা পাবলিক আইপি তথা এক্সটার্নাল আইপি তৈরি হয়েছে । নিচের ইন্টার্নাল আইপি আসলে আমার পিসির আইপি তো আপনারা খুব সহজেই দেখতে পারছেন দুইটার পার্থক্য ।
#Screenshot : Differences between external & internal
আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় যারা নেটওয়ার্কিং সম্বন্ধে হালকা-পাতলা ধারণা রাখেন তারা অবশ্যই জানবেন যে এক্সটার্নাল আইপি 180 B ক্লাসের আইপি এবং ইন্টার্নাল আইপি 192 C ক্লাসের আইপি এবং এটি দিয়ে অনেক সহজেই বোঝা যাচ্ছে যে কেউ যদি আপনার রাউটার হ্যাক করে তাহলে ও আসলে আপনার ডিভাইসের অ্যাক্সেস নিতে পারবে না এবং নেট অনেক সুন্দর করে এখানে এই সিকিউরিটি মেন্টেন করতেও ব্যবহৃত হয় ।
ভবিষ্যতে এ সমস্যাকে চিরতরে নির্মূল করার জন্য IPv4 এর জায়গায় IPv6 আনার কাজ চলতেছে এবং IPv6 কোন প্রাইভেট নেটওয়ার্ক থাকবে না সবগুলোই থাকবে পাবলিক ।
সর্বশেষে আপনারা অনেকেই বলতে পারেন আইপি গুলো আমরা কোথা থেকে পেয়েছি । আসলে আই পি গুলো রাউটার অটোমেটিক্যালি জেনারেট করে দিয়েছে । কিভাবে ? আপনার রাউটার লগ ইন করে রাউটারের ডিএইচসিপি (DHCP) অপশনে যান দেখবেন ওটা এনাবল করা আছে । এরই মাধ্যমে আপনার আইপি অটো জেনারেট হয়ে যায় ।
আজ এ পর্যন্তই ; আল্লাহ হাফেজ ।