শিরোনাম দেখে বুঝে ফেলেছেন আজকে আমরা কোন কিছু install
করা ছাড়াই পাইথন দিয়ে প্রোগ্রামিং শিখব ।
প্রথমেই https://repl.it
ওয়েবসাইট এ যান । ল্যাঙ্গুয়েজ হিসেবে পাইথন ৩ সিলেক্ট করুন ।
ওয়েবসাইটের হোমে দেখতে এরকম । কাজ শেষ, এবার কোড করার পালা । চলুন শুরু করা যাক । প্রথমেই Hello, world ! প্রোগ্রাম রান করে দেখা যাক ।
print("Hello, world !")
অনেকটা পানির মত তাই না ? আরও কিছু কাজ দেখে নেই ।
Variable
প্রথমে একটু variable
দিয়ে শুরু করি । অন্যান্য ল্যাঙ্গুয়েজের মত পাইথনে কিভাবে variable
ডিক্লেয়ার করতে হয় তা দেখে নেয়া যাক ।
উদাহরণ ঃ
name = 'X'
আমরা এখানে একটা variable
ডিক্লেয়ার করলাম name
নামে । যার একটা ভ্যালু দিলাম । কত সোজা না এভাবেই শিখে ফেললাম কিভাবে পাইথনে variable
লিখতে হয় । আরও কিছু দেখে নেই ঃ
age = 22
amount = 200.50
lan = 'Python'
Condition
নামেই বুঝা যাচ্ছে কোন শর্ত জুড়ে দিলেই হয়ে গেল । একটা উদাহরণ দিলে আরও বুঝা যাবে আশা করতেসি । আর যেটা না বললেই নয় পাইথনে ` if - else ` ব্লকে ` : ` দিতে হয় । এটা ছাড়া আর তেমন পার্থক্য নেই অন্যান্য ল্যাঙ্গুয়েজের সাথে । উদাহরণ ঃ
age = 17
if age < 18:
print('Not eligible')
else:
print('Eligible')
সদ্য শেষ হওয়া নির্বাচন থেকে উদাহরণটা নিলাম । বুঝতেই পারছেন আঠারোর কম হলে ভোট দিতে পারবে না ।
আরেকটি বিষয় লক্ষণীয় , পাইথনে indentation
না দিলে এররর দেয় । উদাহরন দিলে বুঝতে সুবিধা হবে ।
if age < 18:
print()
এখন কথা আসলো এটা আসলে কি ? if-else ব্লকের পরে নিউ লাইন একটু দূরে সঃরে গেল (আগের উদাহরন) প্রগ্রাম্মিঙ্গের ভাষায় এটাই indentation ।
আর গভীরে গেলাম না । উপরের উদাহরণগুলো চেষ্টা করুন । আল্লাহ হাফেয ।